আতাউর রহমান সোহাগঃ
বেশ কয়েক বছর আগে ফুটবল খোলার কোন আয়োজন হলে একটি গান মুখে মুখে শোনা যেত। বল খেলারে বল খেলা, তোরে নিয়ে কত জ্বালা, হাত ভাঙ্গে পা ভাঙ্গে, ভাঙ্গে কারো গিরা গারা।” বিশ্বকাপ ফুটবল জোয়ারে মাতোয়ারা যখন সারা বিশ্ব। গ্রাম থেকে গ্রামঞ্চল। মাঠ-ঘাট সব খানে শুধু একটি আওয়াজ। ফুটবল আর ফুটবল। ফরিদগঞ্জে ও চলছে ফুটবলের ব্যাপক উন্মাদনা। রাত জেগে খেলা দেখা। দিনের বেলায় সময় ফেলে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়া। তীব্র গরম ও যেখানে কোন বাধা দিতে পারছেনা। চাঁদপুর জেলার ফরিদগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনা সমর্থক এক কিশোরের বাম হাত ভেঙ্গ গেছে। জানাযায়, উপজেলার ভাটের হ্রদ বেপারী বাড়ির মোঃ আব্দুল মতিনের ছোট ছেলে মোঃ বাবুল (১৫) শনিবার বিকেলে বাড়ির সামনে মাঠে ফুটবল খেলতে যায়। সেখানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ হচ্ছিল। কিন্তু খেলা চলাকালীন বল দখলে নেওয়ার এক পর্যায়ে আর্জেন্টিনা সমর্থক বাবুল মাঠে পড়ে বাম হাতের মাঝখানের হাড্ডি ভেঙ্গে যায়। পরবর্তীতে তাকে ফরিদগঞ্জ ইসলামীয়া ডিজিটাল প্যাথলজী এন্ড কনসালটেশন সেন্টারে নিয়ে আসা হলে ডাক্তার তার হাত ব্যান্ডিজ করে দেয়।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।