ফরিদগঞ্জ (চাঁদপুর) : ফরিদগঞ্জে প্রায় ৮ একর ফসলি জমি থেকে ইটভাটার জন্য ভেকু দিয়ে মাটি কাটার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহ ধরে দুইটি ভেকু দিয়ে দিনরাত মাটি কেটে নেয়ার ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগের পর নিবার্হী ম্যাজিষ্ট্রেট উপস্থিত হয়ে মাটি কাটা বন্ধ করেন।
এদিকে জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে ঘটছে সংঘর্ষ। সর্বশেষ গত রোববার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করার পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সঘংর্ষের ঘটনায় নারীসহ কয়েকজন আহত হয়েছে। ওই ভূমির মালিকানা দাবী করে আ: মান্নান পাটওয়ারী আদালতে মামলা করা ছাড়াও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।
আদালত ও জেলা প্রশাসকের কাছে দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী এলাকার প্রায় ৮ একর ফসলি জমি থেকে মশিউর রহমান ব্রিক ফিল্ড এর মালিক মাহবুবুর রহমান নিজের ইটভাটার জন্য মাটি উত্তোলনের জন্য বেশ কয়েকবার চেষ্টা করে।
অভিযোগকারী আ: মান্নান পাটওয়ারী জানান, স্থানীয় খোরশেদ আলমসহ বেশ কিছু লোকজনের সহযোগিতায় বিগ বছর থেকে মাটি কাটার চেষ্টা করে ওই ইটভাটার মালিক। তাদের মালিকীয় সম্পত্তি থেকে মাটি কাটার জন্য নিষেধ করলেও কেউ তার না মানায় চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করলে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু চলতি মাসের গত ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ফরিদগঞ্জ পৌর নির্বাচনের পুর্ব মুহূর্তে প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিয়ে গত ১৩ ফেব্রুয়ারী থেকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দুইটি ভেকু দিয়ে মাটি কাটা শুরু করে চক্রটি। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। ফলে গত ৭ দিনে ওই ফসলি জমি থেকে মাটি কাটা অব্যাহত রয়েছে।
ফলে বাধ্য হয়ে গত ১৭ ফেব্রুয়ারী মান্নান পাটওয়ারী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করলে জেলা প্রশাসক ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন পুর্বক ব্যবস্থা নেয়ার নিদের্শনা দেন। সেই মতে গতকাল রোববার ফরিদগঞ্জের সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তারয় মাটি কাটা বন্ধ করে দেন।
এব্যাপারে ফরিদগঞ্জের সহকারি কমিশনার (ভুমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জানান, জেলা প্রশাসকের আদেশে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটতে দেখে তার বন্ধ করে দিয়েছি। একই সাথে ভবিষ্যতে আর মাটি কাটবে না বলে মুচলেকা আদায় করি।
চাঁদপুরনিউজ/এমএমএ/