প্রতিনিধি=
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীসহ সর্বস্তরের জনতা ফায়ার ষ্টেশন স্থাপনের দাবীতে মানববন্ধন করে গনস্বাক্ষর নিয়ে ফরিদগঞ্জের ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। বার বার অগ্নিকান্ডের শিকার হওয়া ফরিদগঞ্জবাসীর দীর্ঘদিনের এই দাবী আদায়ের লক্ষে গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বাজার ব্যবসায়ী ও যুব সমাজ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন শেণী-পেশার লোকজন অংশ নেয়।
মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুল হক, বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, ব্যবসায়ী মিজানুর রহমান, সাংবাদিক আমান উল্যাহ, ছাত্রনেতা পাবেল হোসেন প্রমূখ।
মানববন্ধন শেষে ব্যবসায়ীরা পৌর মেয়রের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি গণস্বাক্ষর যুক্ত স্মারকলিপি প্রদান করেন। #
শিরোনাম:
রবিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।