নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে ফিসারি অফিসের সামনে নির্মানাধীন বির্তকিত স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। ফরিদগঞ্জের বিশিষ্ট আওয়ামলীগ নেতা আমিনূল হক মাষ্টারের মেয়ে জোবেদা মজুমদার খুশি জেলা পরিষদ থেকে লিজ নিয়ে ওই স্থানে রস্তার পাশ দখল করে পাকা ভবন র্নির্মান কাজ চালায়। কিন্তু কিছু দিন পূর্বে জনস্বার্থের কথা বিবেচনায় নিয়ে জেলা পরিষদের প্রশাসক আবু ওসমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম ওই স্থান পরিদর্শন করেন। এবং জনস্বার্থ বিবেচনা করে স্থাপনা নির্মানে নিষেধ করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ফিসারি অফিসের সামনে ওই জায়গাটিতে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রাখে জোবেদা মজুমদার খুশি। গতকাল দুপুরে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল হাসেমের উপস্থিতিতে সংশ্লিষ্ট থানা পুলিশ পাকা দেওয়াল ও টিনের বেড়া গুড়িয়ে দেয়। এবং পরবর্তীতে তা জব্দ করে থানায় নিয়ে যায়। এদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় স্থানীয় জনতা প্রশাসনকে ধন্যবাদ জানায়।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।