আনিছুর রহমান সুজন
আজ শনিবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী বলেন , জাতির জনক বঙ্গবন্ধু প্রতিটি পদক্ষেপ এবং তার রাজনৈতিক জীবনকে আদর্শ ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করতে পারলে যেই স্বপ্ন নিয়ে জাতির জনক বাংলাদেশকে স্বাধীন করেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে সহযোগির ভূমিকার পালন করতে সক্ষম হবে। আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাহবুব আলম সোহাগের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাহেদ সরকার, সি. সহসভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন,প্রচার সম্পাদক সুলকান আহমেদ রিপন, যুবলীগের সহসভাপতি হাজী সফিক, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতার সরকার, স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক মাহফুজুর রহমান গাজী বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষে সি. সহসভাপতি জহিরুল ইসলাম সুজন, যুগ্মসম্পাদক রাজিব মজুমদার, পৌর ছাত্রলীগের আহবায়ক আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সদস্য সচিব আতিকুর রহমান সজিব, ১নং ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক অপু, সদস্য সচিব ফরিদ, ৮নং ইউনিয়নের সদস্যসচিব সাদ্দাম, ৭নং ইউনিয়নের আহবায়ক সাইফুল , ১১নং ইউনিয়নের ছাত্রনেতা নুরনবী, ১৬নং ইউনিয়নের মনির, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের জুয়েল রানা, বিপ্লব । #