ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় ৪ জন আহত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের আষ্টা গ্রামে এবং ৩নং সুবিদপুর ইউনিয়নের কাশারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন আষ্টা গ্রামের জামিন উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩৫), সিরাজুল ইসলাম দেওয়ানের ছেলে সোহেল (৩০) এবং কাশারা গ্রামের খলিলুর রহমানের ছেলে মহিন (১৬) ও ডাঃ আবু জাফরের ছেলে মোহাম্মদ হোসেন (৩৫)।
আষ্টা গ্রামের ইউনুছ গাজী জানান, আহত জহির এবং সোহেলসহ তারা বেশ কজন মিলে মাছ ধরার জন্যে একটি ডোবার পানি সেচ করতে ছিলো। ওই সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে তারা দুজন আহত হন। পরে তাদেরকে স্বজনরা চিকিৎসার জন্যে হাসপাতালে এনে ভর্তি করায়।
অপরদিকে কাশারা গ্রামের ১নং ওয়ার্ড মেম্বার নূর মোহাম্মদ জানান, সোমবার দুপুরে তার ভাতিজারা গ্রামের নিজস্ব জমিতে বিভিন্ন গাছগাছালি রোপণ করছিলো। এ সময় বজ্রপাত হলে তারা দুজন আহত হন।
পৃথক এ দুটি ঘটনায় আহতরা বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।