রফিুকল ইসলাম বাবু॥
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকায় ডাকাতিয়া নদীতে থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুখ রঞ্জন দাস (৫৭) নামে জেলে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ফরিদগঞ্জ থানা পুলিশ বালিথুবা ইউনিয়নের বেয়ারীপুর গ্রাম সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে এই মৃতদেহ উদ্ধার করেন। সুখ রঞ্জন দাস ওই গ্রামের দাস বাড়ীর নুকুল চন্দ্র দাসের ছেলে এবং সে পেশায় একজন জেলে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় মাছ ধরার জন্য কয়েকজন মিলে সুখ রঞ্জন বাড়ী থেকে বের হয়। পরে তার আর খোঁজ পাওয়া যায়নি। সকাল ১১টার দিকে এলাকার লোকজন তার মৃতদেহ নদীতে ভাসতে দেখে ফরিদঞ্জ থানা খবর দেয়। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ এখনই বলতে পারছি না। তবে বিষয়টি তদন্তের করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।