রফিকুল ইসলাম বাবু।
ফরিদগঞ্জে ৫ বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার উপজেলার বালিথুবা পুর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে গত ৪ আগষ্ট শনিবার শিশুটির পিতা বাদী হয়ে দুই শিশুকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। এঘটনায় শনিবার রাতে অভিযুক্ত দুই শিশু শুক্কুর আলী (১২) ও আবু হানিফ (১০)কে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে সোর্পদ করে। কিন্তু পুলিশ অভিযুক্তদের বয়স বিবেচনা করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়। পরে রোববার সকালে তাদেরকে আদালতে হাজির করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। অপরদিকে পুলিশ ঘটনার শিকার শিশুটিকে ও রোববার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয় পুলিশ। এরপরে আদালতে জবানবন্দী গ্রহনের জন্য নিয়ে যায় পুলিশ। জানা গেছে, বালিথুবা পুর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের ৫ বছর বয়সী শিশুটিকে একা পেয়ে অভিযুক্ত ৫ম শ্রেণির ছাত্র শুক্কুর আলী ও ফার্ণিচার দোকােেনর কর্মচারী আবু হানিফ ফুসলিয়ে ধর্ষন করে। পরে ঘটনার শিকার শিশুটি বাড়ি গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এরপর স্থানীয়ভাবে এলাকার গন্যমান্যদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হওয়ার পর ৪ আগস্ট শনিবার শিশুটির বাবা ফরিদগঞ্জ থানায় মামলা করেন। এরপর স্থানীয় লোকজন অভিযুক্ত ২ শিশুকে আটক করে রাতে পুলিশে সোপর্দ করে। কিন্তু অভিযুক্ত শিশু দুইটির বয়স বিবেচনায় তাদেরকে স্থানীয় ইউপি চেয়াম্যানের জিম্মায় দেয় পুলিশ। পরে অভিযুক্ত দুই শিশুকে তাদের জিম্মাদার ইউপি চেয়ারম্যান রোববার আদালতে হাজির করেন। এদিকে রোববার সকালে পুলিশ ঘটনার শিকার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য চাঁদপুর হাসপাতালে নেয়। পরে সেখান থেকে দুপুরে আদালতে জবানবন্দী নেয়ার জন্য প্রেরণ করা করেছে। এব্যাপারে ফরিদগঞ্জ থানা ওসি মো: শাহ্ আলম মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। #