প্রতিনিধি
বাছির আহাম্মদ জানান, শুক্রবার গভীর রাতে আওয়ামী লীগের প্রার্থীর অনুসারী ১০০/১৫০ জন লোক একযোগে তার বাড়িতে হামলা চালায় । এ সময় তারা বাড়ির সামনের দরজা জানালা ভেঙ্গে তছনছ করে। বাড়িতে প্রবেশের গেইটি ভাঙ্গার চেষ্টা করে। তিনি জানান, নির্বাচনের দিন সকালে যাতে তার ভোটাররা ভোট দিতে না পারে সে জন্য এই হামলা চালানো হয়। এই হামলার কারণে তার নিকটবর্তী ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ব্যাপকভাবে হ্রাস পায়। তিনি ও তার পরিবার আতঙ্কের কারণে ভোট দিতে পারেন নি। বিএনপি প্রার্থী বাছির আহাম্মদ নির্বাচনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোট অবাধ ও সুষ্ঠুভাবে নেয়ার দাবি জানান।