নিজস্ব সংবাদদাতা
নির্বাচনী তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনর্বহাল এবং কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা অংশ নেয়।
সকালে প্রথমে ফরিদগঞ্জ সরকারি হাসপাতালের সামনে থেকে বিএনপি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল কোম্পানী, কমিশনার তাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুবনেতা জাহাঙ্গীর আলম, জামাই ফারুক, পেয়ার আহাম্মদ, ওসমান পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের হারুন পাঠান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির এমপি লায়ন হারুনের নেতৃত্বে ১৮ দলীয় জোটের দেয়া যে কোনো কর্মসূচি আরো কঠোরভাবে পালন করা হবে।