March 11, 2013 admin
ফরিদগঞ্জ: উপজেলার দিগদাইর বিএনপি অফিস ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে আ’লীগ সন্ত্রাসীরা। রবিবার গভীর রাতে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দিগদাইর গ্রামে এই ঘটনাটি ঘটে। সোমবার দুুুপুরে স্থানীয় সংসদ সদস্য হারুনুর রশিদ ক্ষতিগ্রস্ত অফিসটি পরিদর্শন করেন। এসময় উপস্থিত সবাইকে ধৈর্য্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন। এক সপ্তার মাথায় এলাকায় বিএনপিরআরো দু’টি অফিস ভেঙে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা।
সুবিদপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান আব্দুল হক মিয়া জানান, গভীর রাতে একদল দুর্বৃত্ত দিগদাইর বাজারে অবস্থিত স্থানীয় বিএনপি অফিস ও সংলগ্ন মুদি দোকানে অগ্নিসংযোগ করে। এতে বিএনপি অফিস ও মনির হোসেন নামের এক ব্যবসায়ীর মুদি দোকানে থাকা বিভিন্ন ধরনের জিনিসপত্র পুড়ে যায়। বিএনপি অফিসটি আধাপাকা ছিল।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
আগুন লাগার বিষয় এলাকার সাবেক ইউপি সদস্য মো. মমতাজউদ্দিন জানান, কে বা কারা আগুন দিয়েছে, তা তারা জানেন না। তবে এলাকার শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, এর আগে গত ৫ মার্চ এলাকার মনতলা বাজারে স্থানীয় আওয়ামীলীগের একটি অফিস ভেঙে দেবার জের ধরে ওই বাজার ও পাশের চালিয়াপাড়া বাজারেও বিএনপির দু’টি অফিস প্রতিপক্ষরা ভেঙে দেয়। আওয়ামীলীগ অফিস ভা২চুরের ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে আওয়ামীলীগ। এদিকে, ঘটনার পর থেকে সুবিদপুরের বিভ্ন্নি গ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে। বিকেলে স্থানীয় বিএনপি বিক্ষোভ মিছিল করে।