ফরিদগঞ্জ প্রতিনিধি
দেশব্যাপী ১৮ দলের ডাকা চতুর্থ দফায় অবরোধের সমর্থনে গতকাল শনিবার সকালে ছাত্রদলের উদ্যোগে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের চতুরা হাসপাতাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড পর্যন্ত ঘুরে পূর্বের স্থানে গিয়ে এক পথসভার মধ্য দিয়ে শেষ হয়। ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর নেতৃত্বের মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ভুট্টু পাঠান, স্বেচ্ছাসেবক দলের সেলিম রাঢ়ী, হারুন পাঠান, আলী আজগর লিটন, খিজির আহাম্মদ, যুবদলের পেয়ার আহাম্মদ, ভাগিনা রুবেল, মোহাঃ ফারুক খান, টুটুল পাটওয়ারী, জাকির হোসেন, ছাত্রদলের কামরুল হাসান, শাওন, মামুন পাটওয়ারী, সোহাগ পাটওয়ারী, ফখরুল, আরিফ তপাদার, মানিকসহ অনেকেই উপস্থিত ছিল।
এদিকে ফরিদগঞ্জ জামায়েত ইসলামের ব্যানারে জামায়েত শিবির সকাল ৯টায় একই স্থানে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল, পিকেটিং করেছে শিবির কর্মীরা।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।