স্টাফ রিপোর্টার:
জেলার ফরিদগঞ্জ উপজেলায় বিদ্যুৎর্স্পশে মো: মমিন খান (৩৫) নামের এক যুবক মারা গেছে। তিনি ৪নং সুবিদপুর ইউনিয়নের বদরপুর গ্রামের ইউছুফ খানের ছেলে।
রবিবার দুপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎর্স্পশে মারা যান। তার স্ত্রীসহ তিন সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসীন আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎর্স্পশে মো: মমিন খানের রুহের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।