ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ মোঃ আনিসুর রহমান (৩২) নামে একজনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন থেকে আটকের এই ঘটনা ঘটে। এই ঘটনার কয়েকদিন পূর্বে ফরিদগঞ্জ থানা পুলিশ জেলার সবচেয়ে বড় মাদকের চালান সাড়ে ১৭ হাজার পিচ ইয়াবাসহ তিনজনকে আটক করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়নের আড্ডাবাড়িতে অভিযান পরিচালনা করি। অভিযানে মৃত আমির হোসেন সর্দারের ছেলে মাদক সম্রাট মোঃ আনিসুর রহমাকে ৭০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ হাতে-নাতে আটক করি। এ সময় মোঃ কাদির (৩৫) পালিয়ে যায়।
পরে ৩ লাখ টাকার এই মাদক উদ্ধারের ঘটনায় ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়। শুক্রবার সকালে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।