প্রতিনিধি ==
ফরিদগঞ্জ উপজেলার উত্তর ধানুয়া গ্রামে মাছের চাষ করা একটি জলাভূমি ও দু’টি পুকুরে দুর্বৃত্তদের দেয়া বিষে অনত্দত অর্ধ কোটি টাকার রেনু ও পোনা মাছ মরে গেছে। ওই জলাভূমি ও পুকুর দু’টির ইজারাদারদের একজন কামাল বেপারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামের দেতারার চর ও পার্শ্ববর্তী দুটি পুকুরে রেনু পোনা ও বিভিন্ন জাতের দেশী মাছ মরে ভেসে উঠছে। লোকজন যে যার মতো মরা মাছ সংগ্রহে ব্যসত্দ। চাষকৃত মাছের ঘেরের ইজারাদারদের একজন ঈমান হোসেন জানান, কৃষকদের কাছ থেকে এক বছরের জন্য তিনি চরটি এবং পুকুর দুটি ইজারা নেন। চলতি অগ্রহায়ণ মাসেই ইজারার মেয়াদ শেষ হয়ে যাবে। তারা ইতিমধ্যেই মাছ ধরার প্রস্তুতি শুরু করছিলেন। চরটি নিয়ে একটি গ্রুপ তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিলো। তারাই তাদের চাষকৃত চরে ও পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তাদের অনত্দত অর্ধ কোটি টাকার বিভিন্ন প্রজাতির রেনু ও পোনা মাছ সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়।
ইজারাদারদের একজন জসিম বেপারী জানান, তাদের এ চর (জলাভূমি) ইজারা নিয়ে দীর্ঘদিন থেকে একটি পৰ তাদের পেছনে লেগে রয়েছে। তারা কিছুদিন পূর্বে এবং গত শুক্রবার দেখে নেয়ার হুমকি দেয়। এরপরই এ ঘটনা ঘটে। তিনি বলেন, গত রোববার ভোরে ফজরের নামাজ পড়ে বের হওয়ার পর প্রথমে পুকুরের পানিতে মাছ মরে ভেসে উঠতে দেখি। দ্রুত অন্য পুকুর ও চরটিতে গেলেও সেখানে একই অবস্থা দেখতে পাই। তিনি জানান, উদ্দেশ্যমূলকভাবে তাদের এ বড় ধরনের ৰতি করেছে প্রতিপৰ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার ব্যাপারে সোমবার রাতেই মৎস্য আইনে মামলা দায়ের হতে পারে।