প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদগঞ্জে সহোদরের হাতে খুন হলেন আকবর হোসেন রুকু (৪০) নামে ফরিদগঞ্জ বাজারের এক ব্যবসায়ী। গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার চরহোগলা মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় নিহতের ভাতিজি মুক্তাকে (২৫) আটক করেছে।
জানা গেছে, চরহোগলা মিজির বাড়ির সেকান্তর মিজির দুই পুত্র মুকবুল আহাম্মদ মিজি ও আকবর হোসেন রুকুর মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে পৌরসভা ছাড়াও স্থানীয়ভাবে বেশ ক’বার সালিস হলেও তাদের দ্বন্দ্ব থামেনি।
স্থানীয় লোকজন জানায়, পূর্ব বিরোধের জের ধরে গতকাল বুধবার বিকেল ৫টার পর চরহোগলা জামে মসজিদের মাঠে মুকবুল আহাম্মদ (৫৫), তার স্ত্রী কুহিনুর বেগম (৪৫), মেয়ে মুক্তাসহ আরো ক’জন আকবর হোসেন রুকুর উপর হামলা করে। এ সময় রুকুকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তারা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে মতলব ফেরিঘাটে পেঁৗছলে রুকুর মৃত্যু হয় বলে তার স্বজনরা জানান।
এদিকে হামলার ঘটনার পর মুকবুল আহাম্মদ, তার স্ত্রী কুহিনুর বেগম ও মেয়ে কুলছুমা আক্তার চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে মুকবুল আহাম্মদকে চিকিৎসক ঢাকা রেফার করেন। অন্যদিকে রুকুর মৃত্যু সংবাদ পেয়ে কুহিনুর বেগম ও কুলছুমা হাসপাতাল থেকে পালিয়ে যায়।
সংঘর্ষের সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় মুকবুল আহাম্মদের মেয়ে মুক্তাকে আটক করা হয়েছে বলে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফরিদগঞ্জ বাজারেরর ওনুআ চত্ত্বর (টিএন্ডটি এলাকা) সংলগ্ন রড সিমেন্ট ব্যবসায়ী রুকুর ২ ছেলে ১ মেয়ে। এদিকে রুকুর মৃত্যুর সংবাদে তার বাড়ি ও থানা চত্ত্বর স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে।