ফরিদগঞ্জ প্রতিনিধি :ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গোপনে ইউনিয়ন পরিষদের ত্রাণ ভাণ্ডার থেকে রিক্সাযোগে তিন বস্তা চাল সরানোর সময় চালসহ এক দফাদারকে স্থানীয় জনতা হাতেনাতে ধরে ফেলে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে সকলের বক্তব্যের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করেন।
ঘটনার বিবরণে জানা যায়, সরকারের ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের তালিকাভুক্ত ৫৩জন গরিব ও অসহায় লোকের মাঝে গত ২৫ ফেব্রুয়ারি চাল বিতরণ করা হয়। চাল বিতরণ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে অসন্তোষ দেখা দিলে তারা খোঁজ নেয়ার এক পর্যায়ে সন্ধ্যার সময় রিক্সাযোগে ভিজিডির তিন বস্তা চাল অন্যত্র সরিয়ে নেয়ার সময় এক দফাদারকে জনতা হাতেনাতে আটক করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ২৬ ফেব্রুয়ারি ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ঐ সময় এলাকার সাধারণ মানুষ চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম তাৎক্ষণিক উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়ে তিনি এলাকাবাসীকে শান্ত করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ উজ্জ্বল পাটওয়ারী বলেন, যেহেতু দুই মাসের চাল এক সঙ্গে বিতরণ করা হচ্ছে, সেহেতু প্রতি কার্ডে প্রতি মাসে ২৪ কেজি করে ৪৮ কেজি চাল দেয়ার কথা থাকলেও চেয়ারম্যান মাত্র ৩০ কেজি করে চাল বিতরণ করেন। আমি সঙ্গে সঙ্গে এর প্রতিবাদ করি। উপস্থিত কয়েকজন ইউপি সদস্য বলেন, এই চাল বিতরণের পূর্বে সকল ইউপি সদস্যকে নিয়ে মিটিং করে রেজুলেশন করার নিয়ম থাকলেও চেয়ারম্যান তা করেন নি। তিনি নিজের খেয়াল খুশিমতো কাজ করে যাচ্ছেন। চাল গ্রহণকারী কমিউনিটি পুলিশের টহল সদস্য হানিফ শেখ ও নেছার আহাম্মদ জানান, বাড়িতে নিয়ে ঐ চাল ওজন দিয়ে ৩০-৩১ কেজি পাওয়া গেছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, ইউপি সদস্য মাইনউদ্দিন ও রফিক এলাকার দুজন প্রতিবন্ধী লোক আসতে না পারায় তাদের বাড়িতে চাল পৌঁছে দেয়ার জন্য রিক্সা করে নিয়ে যাচ্ছিল। এভাবে পৌঁছে দেয়ার কোনো নিয়ম আছে কিনা বা কার কাছে পাঠানো হচ্ছে এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন নি চেয়ারম্যান। কয়েকটি কার্ড যাছাই করে দেখা যায়, বিতরণকৃত চালের পরিমাণ ও স্বাক্ষর কিছুই কার্ডে উল্লেখ নেই।