প্রতিনিধি
ফরিদগঞ্জে ভূয়া জন্মসনদে অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে শিরোনামে ১৫ ডিসেম্বর দৈনিক চাঁদপুর বার্তায় সংবাদ ছাপা হলে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই পেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে গত ১৫ ডিসেম্বর স্থানীয় ১৫নং রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া কর্তৃক ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
লিখিত অভিযোগে জানা যায়, উক্ত ছাত্রী নিপা আক্তার (১৩) রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার ক্লাস রোল নং ৩৭। নিপা আক্তারের অভিভাবক ভূয়া জন্মসনদে প্রাপ্ত বয়স্ক দেখিয়ে বিয়ে দেয়। ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাজী বাল্য বিয়েটি রেজিষ্ট্রি করে। উক্ত বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় ও জনমনে জানা-জানি হলে অত্র ইউনিয়নের মান-সন্মান ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি। এ বিষয়ে বিধি-মোতাবেক ব্যাবস্থা নিতে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানানো হয়।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।