প্রতিনিধি
ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কাক্সিক্ষত প্রার্থীর পক্ষে ভোট কেনা-বেচার ধুম পড়েছে। আজ বৃহস্পতিবার ওই নির্বাচন উপলক্ষে এ টাকার ছড়াছড়িকে স্থানীয়রা বলাবলি করছে যে, এটা ভোটের চঁাঁদ রাত।
গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত ভোটারের মাঝে চলে অবৈধ টাকার ছড়াছড়ি। এসব অবৈধ টাকা ছড়াছড়ি করতে গিয়ে কয়েকটি এলাকায় বাধার মুখে পড়ে পিছুৃ হটতে হয়েছে অনেককেই। এ টাকা ছড়াছড়ি প্রসঙ্গে কাছিয়াড়া গ্রামের ভোটার আবদুল করিম বলেন, সামান্য টাকার বিনিময়ে নিজের বিবেক বিক্রি করা মানেই হলো নিজের বিবেকের কাছে নিজেই ছোট হয়ে থাকা। এ টাকা না নিয়ে দিনমজুরের কাজ করলেও বেশি টাকা রোজগার করা যায়। রিকসা চালক বাবুল বলেন, হেতারা ভোটের লাই অহন কয়ডা টেয়া হাতে দিব, পরে সন্ত্রাস কইরবো।
এলাকাবাসী জানায়, গতকাল বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ভোট কেনা-বেচার জন্য অবৈধ টাকার ছড়াছড়ি। তবে এবারের উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচনে প্রাথী হিসেবে রয়েছে ক�জন ধনাঢ্য ব্যক্তি। আবার ওই প্রার্থীদের পক্ষে-বিপক্ষে নিজেদের প্রার্থী জেতানোর জন্য রয়েছ অর্থ ও ক্ষমতাধর ক�জন ধনাঢ্য ব্যক্তি। সবমিলে এবারের ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তে কারো জন্য অস্তিত্ব রক্ষা ও কারো জন্য প্রেস্টিজ রক্ষা নিয়ে চলে দেদারছে অবৈধ টাকার ছাড়াছড়ি।