ফরিদগঞ্জ প্রতিনিধি
নজির বিহীন ভোট কারচুপির অভিযোগ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা করেছে উপজেলা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১০জন প্রার্থী। এদিকে ভোট বাক্স, ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার অভিযোগ উপজেলার ১০৫টি কেন্দ্রের মধ্যে ৫টি কেন্দ্র স্থগিত করা হয়েছে।
সকাল ১১টায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান (চিংড়ি মাছ) আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে একচেটিয়া ভোট কারচুপির অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি জানান, সরকার দলীয় নেতা-কর্মীরা উপজেলার ৯নং ইউনিয়ন থেকে শুরু করে ১২নং পর্যন্ত প্রতিটি কেন্দ্র দখল করে ভোট কারচুপি করে। পরে একে একে চেয়ারম্যান আঃ মালেক বুলবুল (আনারস), প্রার্থী হাজী মোজাম্মেল (টেলিফোন), ১৯ দলীয় জোট প্রার্থী শরীফ মোঃ ইউনুছ, বাসদ সম্বয়ক চেয়ারম্যান প্রার্থী হারুন-অর-রশিদ ও ভাইস চেয়ারম্যানসহ ১০ জন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ১৯ দলীয় জোটের সংবাদ সস্মেলনে সাবেক এমপি লায়ন মোঃ হারুনুর রশিদের উপস্থিতিতে শরীফ মোঃ ইউনুছ জানান, আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাংলাদেশের ইতিহাসের নজির বিহীন ভোট কারচুপি ভোট কেন্দ্র দখল করে প্রিজাইডিং অফিসারকে মারধর করে ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে গণহারে সিল মেরে বাক্স ভরিয়েছে। তাই তারা নির্বাচন বর্জন করেছেন।
এসময় তার সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী শরীফ মোঃ আঃ কুদ্দুছ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতান উপস্থিত থেকে একই ঘোষণা দেন। বর্জনকারী অন্য ভাইস চেয়ারম্যানগণ হলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, ভাইস চেয়াম্যান মজিবুর রহমান দুলাল, জোবেদা মজুমদার খুশি।
এদিকে উপজেলা দেইচর, আদশা, সন্তোষপুর, উভারামপুর, শ্রীকালিয়াসহ বিভিন্ন স্থানে বিএনপি, জামাত ও আওয়ামী লীগের কর্মীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এরা হলেনঃ দেইচরের নাসির মোল্লা, আব্দুল সাত্তার, মুহিন তালুকদার, মোস্তফা, রাশেদ মিজি, আজাদ মিজি, সন্তোষপুর গ্রামের আমিন খান, ইকবাল হোসেন, আদশা গ্রামের মোফাজ্জ¦ল হোসেন সেলিম, উভারামপুর গ্রামের আমির হোসেন, শ্রীকালিয়া গ্রামের রফিক, মমিন, জহির, সুজন ঘোষ, ইব্রাহীম, ইমরান, মিজান, মহসীন, ঘনিয়া গ্রামের মাহবুব। এদিকে নির্বাচন চলাকালে ভোট বাক্স, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ উপজেলার ৮৫নং বিরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৮৬নং বাইতুল নবী দাখিল মাদ্রাসা কেন্দ্র, ৯২ পুর্ব হর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ৭৫ নং পূর্ব সন্তোষপুর সপ্রাবি কেন্দ্র ও ৬৩নং প্রত্যাশী আর এ উবি কেন্দ্রের ভোট স্থগিত করেছে কর্তৃপক্ষ।