ফরিদগঞ্জে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করা এবং সড়ক পরিবহন আইন ভঙ্গের কারণে গত ২৪ ঘণ্টায় ২৯ মামলায় মোট ২৪ হাজার ৫’শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সোমবার সকালে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের ফরিদগঞ্জ সেতু এলাকায় অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করায় দ-বিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ৯টি মামলায় ৪ হাজার টাকা এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ৭টি মামলায় ১০ হাজার ৫শ’ জরিমানা করেন। এর আগে গত রোববার বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের টিএন্ডটি এলাকায় মাস্ক ব্যবহার না করায় দ-বিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ৬টি মামলায় ৮ হাজার এবং সড়ক ও পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় ৭টি মামলায় ২ হাজার ৪শ’ টাকা মাত্র জরিমানা করেন।