ফরিদগঞ্জে পুলিশ অভিযান চালিয়ে দশ মামলার আসামী মোঃ বিল্লাল হোসেন (৪১)কে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ২৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে উপজেলার লাউতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স।
এসআই নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ও গাজাসহ জিআর ৫৩/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। বিল্লাল লাউতলী গ্রামের মৃত আবুল বাশার খানের ছেলে। তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আটক বিল্লালের বিরুদ্ধে মামলাগুলো হলো : ফরিদগঞ্জ থানার এফআইআর নং-৮। জিআর নং ৩০৯/২০১৭। ফরিদগঞ্জ থানার এফআইআর নং-১ । জিআর ৫৩/২০১৮। ফরিদগঞ্জ থানার এফআইআর নং-১২/১৭২। জিআর নং ১৭২/২০১৯। ফরিদগঞ্জ থানার এফআইআর নং-১। জিআর-১১৪/২০১৮। ফরিদগঞ্জ থানার এফআইআর নং- ১৮। জিআর নং ৭০/২০১৮। ফরিদগঞ্জ থানার এফআইআর নং ২৫। জিআর নং-৩৬১/২০১৭, ফরিদগঞ্জ থানার এফআইআর নং- ৩৫। জিআর নং ৩৩৬/২০১৭। ফরিদগঞ্জ থানার এফআইআর নং-১৬। জিআর নং- ৫২/২০১৯ এবং ফরিদগঞ্জ থানার এফআইআর নং ১১। জিআর নং ৩৫৮/২০১৮।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া আসামীকে গতকাল মঙ্গলবার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।