স্টাফ রিপোর্টার :
ফরিদগঞ্জে উপজেলার টুবগী জমাদার বাড়িতে সওদাগর জমাদর (৬০), মেয়ে কুলসুমা বেগম (৩০) ও জমাতা নুরুল হক দীর্ঘদিন ধরে টুবগী ও তার আশেপাশের গ্রামগুলোতে মাদক, গাজা, ইয়াবাসহ নানা রকম নেশাজাতীয় দ্রব্য বিক্রি করে আসছে। তাদের এ রমরমা ব্যবসায় এলাকার যুব সমাজ এখন ধ্বংসের মুখে। যার প্রেক্ষিতে যুবকরা এলাকায় বিভিন্ন অশ্লীল নৃত্য, উচ্চবাক্য করে এলাকার বাতাস ভারী করে তুলে। এই মাদক সেবক ও গাজা ব্যবসায়ী নুরুল হকের অপকর্মে স্কুল পড়–য়া ছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়াবা স¤্রাট নুরুল হকের বাড়ি সিলেটের বানিয়াচং গ্রামে। সে কুমিল্লা ও ব্রাক্ষ্মনবাড়িয়ার সীমান্ত থেকে এসব নেশাগ্রস্ত দ্রব্য চাঁদপুর সেনের দীঘির পাড়ের মনিরের বাসা ভাড়া নিয়ে এ জেলায় মাদকের প্রচার চালাচ্ছে। কিন্তু নুরুল হকের মাদকের ব্যবসার কথা বাড়িওয়ালা জানেই না। সবার চোখকে ফাঁকি দিয়ে নুরুল হক মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয় এই গাজা সেবক ও ইয়াবা ব্যবসায়ী নুরুল হক মোবাইল ফোনে বিভিন্ন সিম কার্ড ব্যবহার করে যুবতীকে পরকীয়া ফাঁদে পেলে নারী লোভী এই ইয়াবা স¤্রাট নুরুল হক ধর্ষণ করে। মেয়েরা বিবাহের কথা বললে প্রাননাশের হুমকি প্রদান করে। তাছাড়া সিলেটের তরুণ যুবকদের থেকে মোটা অংকের টাকা নিয়ে এসব অঞ্চলের মেয়েদের পরিবারের থেকে বিবাহের নামে বহু টাকা আত্মসাৎ করে, এলাকাবাসী জানান মাদক ব্যবসায়ী নুরুল হক তার বাড়ি সিলেট কিন্তু এসব অপকর্মে তার খুটির জোর কোথায়? কার দাপটে এসব কার্যক্রম চালাচ্ছে। নুরুল হক ও তার সহযোগি ঐ এলাকার একই বাড়ির খুসফার স্বামী মোবারক (৫২) সহ এলাকায় অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ এলাকার কোন গণ্যমান্য লোক যেন তার তুচ্ছ। কিছু দিন আগে মাদক সেবনে বাধা দেওয়ায় এক দিন মজুর লোককে তার সহযোগি সন্ত্রাসী সহ পিটিয়ে আহত করছে। এই দুই মাদক স¤্রাট বিভিন্ন জেলায় কিছুদিন অবস্থান করে অন্য জেলায় পালিয়ে যায়। বর্তমানে নুরুল হক (৪৫) চাঁদপুরের সেনের দীঘির পাড়ের মনিরের বাড়িতে ৩ মেয়েকে নিয়ে জীবন কাটছে। একটি মেয়ে একেক রুমে রেখে হাসি তামাশা করছে। আর মোবারক বাগড়া বাজার এলাকায় ৪টি মেয়ের জীবন নষ্ট করে জমাদার বাড়িতে পালিয়ে রয়েছে। এলাকাবাসীর দাবি এই নুরুল হককে যদি আইনের আওতায় আনা হয় তাহলে আমাদের যুব সমাজ মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে। যে কোন সময় এই মাদক সেবক চাঁদপুর থেকে যে কোন সময় পালিয়ে যাবে। মাদক দমনে দ্রুত ব্যবস্থা নিয়ে প্রশাসন বিভাগ এমন প্রত্যাশা সচেতন মহলের।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।