নিজস্ব প্রতিনিধি
ফরিদগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত আমির হোসেন পাটওয়ারী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ফরিদগঞ্জের হাসা গ্রামের নূর ইসলাম পাটওয়ারীর ছেলে মফিজ পাটওয়ারী (১৮), খোকন পাটওয়ারী, শামছল মালের ছেলে আরিফ মাল (২১) ছাবেত পাটওয়ারীর ছেলে নূর ইসলাম মাল এলাকায় মাদকের ব্যবসা করছিল। সেজন্যে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে পতিত হচ্ছিল। এলাকার সচেতন মানুষদের সঙ্গে নিয়ে আমির হোসেন পাটওয়ারী এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করছিল এবং মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায় সম্পর্কে প্রতিবাদ জানাচ্ছিল। এসব বিষয় নিয়ে এলাকায় বেশ কয়েকবার মাদক ব্যবসায়ীরা আমির হোসেন পাটওয়ারীকে মারপিট করে এবং তাকে এসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্যে হুমকি ধমকি দেয়।
গত সোমবার ওই ঘটনার জের ধরে হাসা গ্রামের বাদশা মিয়ার বাগানের নিকট আমির হোসেন পাটওয়ারী এলে হাসা গ্রামের নূর ইসলাম পাটওয়ারীর ছেলে মফিজ পাটওয়ারী (১৮), খোকন পাটওয়ারী, শামছল মালের ছেলে আরিফ মাল (২১) ছাবেত পাটওয়ারীর ছেলে নূর ইসলাম মাল তার বাহিনীর লোকজনসহ আমির হোসেন পাটওয়ারীকে প্রাণে মেরে ফেলার জন্য লাঠিসোঁঠা নিয়ে আক্রমণ করে তার মাথা, নাক, মুখসহ শরীরে আঘাত করে তাকে মারাত্মক আহত করে। ওইদিন আহত আািমর হোসেন পাটওয়ারীকে চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে পরদিন সোমবার কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করেন। এ বিষয়ে কর্তব্যরত ডাক্তার জানান, আহত আমির হোসেন পাওয়ারীর অবস্থা আশঙ্কাজনক। আঘাত এতই বেশি যে সে মুখে কোনো কথা বলতে পারে না। তাই তাকে আমরা ঢাকায় রেফার করেছি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।