ফরিদগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকবিক্রেতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে। উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীও রয়েছে।
এদিকে মহসিন নামে নেশাগ্রস্ত এক পুত্রকে ফরিদগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে তার পিতা। পরে পুলিশ গতকাল রোববার সকালে মহসিনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম মাহফুজুর রহমানের কাছে নিলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মহসিনকে এক বছরের সাজা প্রদান করেন। গ্রেফতারকৃত ৭ জন এবং পলাতক ৪জনসহ ১১ জন মাদকবিক্রেতা ও মাদকসেবীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। গতকাল রোববার সকালে তাদেরকে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ।
ফরিদগঞ্জ থানা পুলিশ সূত্রে পাওয়া তথ্য মতে গ্রেফতাকৃতরা হচ্ছে : মান্দারতলী গ্রামের আঃ হকের ছেলে মহসিন (২৫), মাদকবিক্রেতা ও মাদকসেবী পূর্ব বড়ালী গ্রামের মৃত হাবীব উল্লাহর ছেলে ফজলুল হক (৪০), আবুল কালামের ছেলে হাবিব (২৬), মোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল্লা (৩২), মৃত বাবুল হোসেনের ছেলে জসিম (৩২), পশ্চিম বড়ালী গ্রামের মৃত আঃ বারেকের ছেলে শফিক (৩৫), পূর্ব কাছিয়ারা গ্রামের ফজল হকের ছেলে জসিম (৩০) ও মজিবুর রহমানের ছেলে স্বপন (৩৩)। এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হচ্ছে রুদ্রগাঁও গ্রামের সেলিম পাটওয়ারীর ছেলে রাসেল (৩৫) ও কাছিয়ারা গ্রামের আঃ হকের ছেলে জসিম উদ্দিন (৩৪)।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম উপরোক্তদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।