ফরিদগঞ্জ ব্যুরো
গত ২৫ নভেম্বর ফরিদগঞ্জ মুক্ত দিবসে শুরু হওয়া ২১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ক্রমশঃ জমে উঠছে। প্রতিদিন বিকেল থেকে রাত ১১টা অবধি মেলা প্রাঙ্গণে লোকজনের জমজমাট উপস্থিতি মেলা জমে উঠেছে। চাঁদপুরের খ্যাতনামা নাট্য সংগঠন অনন্যা ও বর্ণচোরা নাট্যগোষ্ঠী নাটক তোমরাই ও বিচ্ছু মঞ্চস্থ করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মেলা মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করছে। ইতিমধ্যে মেলায় স্থানীয় সংগঠনগুলোর মধ্যে ফরিদগঞ্জ সংগীত একাডেমী ও নাট্য থিয়েটার, ফরিদগঞ্জ সংঙ্গীত অঙ্গন, নবফুল খেলাঘর আসর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট তাদের পরিবেশনা শেষ করেছে। পরবর্তীতে জয়বাংলা শিল্পগোষ্ঠী, ফরিদগঞ্জ লেখক ফোরামসহ বিভিন্ন সংগঠন তাদের অনুষ্ঠানমালা মেলায় মঞ্চস্থ করবে। এদিকে মেলা কমিটির নেতৃবৃন্দ জানান, বিজয় মেলার এ আয়োজনকে সার্বজনীন ও স্থায়ী রূপদানের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।