স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর জেলাধীন ফরিদগঞ্জ উপজেলার ১নং বালুথুবা পশ্চিম ইউনিয়নে দিনে দুপুরে পাওনা টাকা দেওয়ার জন্য মোবাইল করে ডেকে এনে মোঃ রুবেল খানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বালুথুবা ইউনিয়নের সানকি গ্রামে। জানা যায়, সাপদি রামপুর ৩নং ওয়ার্ডের রুহুল আমিন খানের ছেলে রুবেল খান তা পাশের গ্রামের দেইচরের আলমগীর (৩০) এর কাছ থেকে ১২ হাজার টাকা পাওনা ছিলো। ঘটনার দিন সকালে আলমগীর ফোন করে রুবেলকে টাকা দেওয়ার কথা বলে আসতে বলে। রুবেল মোটর সাইকেল ভাড়া করে পাওনা টাকা আদায় করতে সানকি গ্রামে যাওয়ার পর আলমগীরের নির্দেশে পূর্ব থেকে উৎ পেতে থাকা আরিফ,মানিক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রুবেল খানের মাথা ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এলাকাবাসী জানায় দেইচরের চিহ্নিত মাদক ব্যবসায়ী আলমগীর সাধারন মানুষকে ভয়ভীতি দেখিয়ে হাওলাদের নামে টাকা নিয়ে আর পরিশোধ করে না। তেমনি রুবেল খানের কাছ থেকে টাকা হাওলাদ নিয়ে পাওনা টাকা চাইলে তার পরিনামে তাকে কুপিয়ে জখম করেছে। এই মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগীরা।