স্টাফ রিপোর্টার:
ফরিদগঞ্জে শাহাদাত হোসেন (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রোববার ভোরে উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের মানুরী গ্রামে এ ঘটনা ঘটে।
যুবকের চাচা আবুল কালাম জানান, শাহাদাত দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত ছিল। গত কদিন ধরে সে মানসিকভাবে অসুস্থ ছিল। শাহাদাত ঘটনার রাতে তার মায়ের সাথে রূঢ় আচরণ করে এবং এলোমেলো কথা বলতে থাকে। গভীর রাতে সবার অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে গাছের সাথে গলায় মাফলার পেঁচিয়ে সে আত্মহত্যা করে। রোববার সকালে বাড়ির লোকজন শাহাদাত হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরবর্তীতে তারা থানা পুলিশে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।