প্রতিনিধি-
ফরিদগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ফরিদগঞ্জ ব্যুরো ফরিদগঞ্জে ওসমান গণি আখন্দ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার পশ্চিম লাড়ৃয়া গ্রামে নিজের নির্মাণাধীন টিনশেড দালানের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, সকালে ওই নির্মাণাধীন দালানে ওসমান গণির লাশ ঝুলতে দেখে লোকজন পুলিশে সংবাদ দেয়। তবে এখন পর্যন্ত আত্মহত্যা মনে হলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মৃত ওসমান গণির ৩ মাসের একটি শিশু সন্তান রয়েছে।