প্রতিনিধি
ফরিদগঞ্জে রাতের আঁধারে পেট্রোল ঢেলে বসতঘর পুুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার দিঘলদি গ্রামের পালের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার ব্যাপারে পুড়ে যাওয়া ঘরের মালিক প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম দাবি করেছেন, তার বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় একই বাড়ির রবিউল এ ঘটনা ঘটিয়েছে। পরে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় দু লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে ঘটনার ব্যাপারে অভিযুক্ত রবিউলের বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
প্রবাসী তাজুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম জানান, মঙ্গলবার রাতে তিনি শ্বশুর বাড়ির পাশেই বাপের বাড়িতে অবস্থান করছিলেন। রাত প্রায় ১১টার দিকে তিনি সংবাদ পান তার সেমিপাকা ঘরে আগুন জ্বলছে। দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সবকিছু পুড়ে যায়। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নেভায়। স্বপ্না বেগম অভিযোগ করে বলেন, একই বাড়ির রবিউল তার বোন আঁখিকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছিলো। তারা তাতে রাজি না হওয়ার মাসখানেক পূর্বে রবিউল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ওই সময় সে বেঁচে যাওয়ার পর থেকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলো। তাদের ধারণা, তার বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় পেট্রোল ঢেলে তাদের ঘর পুড়িয়ে দিয়েছে তারা। ঘটনার ব্যাপারে অভিযুক্ত রবিউলের বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এমনকি তার পরিবারের কোনো সদস্যকে বাড়িতে খুঁেজ পাওয়া যায়নি।