সংবাদদাতা
ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামে রাতের আঁধারে সংখ্যালঘু পরিবারের আবাদী জমি দখল করে রাস্তা নির্মাণ করেছে প্রতিপক্ষরা। শুধু তাই নয় গতকাল বৃহষ্পতিবার সকালে ওই সংখ্যালঘু পরিবারের লোকজন তাদের জমির ওপর রাস্তা নির্মাণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার শিকার জীবন কৃষ্ণ দেবনাথ জানান, ছিদ্দিকী আলীগং গত ১৩ জানুয়ারি রাতের আঁধারে তাদের ২৯শতক আবাদী জমির ওপর দিয়ে জোর পূর্বক মাটি ফেলে রাস্তা নির্মাণ করে। এনিয়ে গতকাল বৃহষ্পতিবার সকালে তারা ছিদ্দিকী আলীগংয়ের কাছে জমি দখলের কারণ, জানতে চাইলে তারা উল্টো তাদের ওপর হামলা ও মারধর করে। স্থানীয় মিজানুর রহমান এ অবৈধ কাজের বিরোধিতা করে জানান, রাতের অন্ধকারে জমি দখল করে রাস্তা নির্মাণ করা কোন সভ্যতার লক্ষন নয়। স্থানীয় ইউপি সদস্য মোঃ লিটন জানান, ছিদ্দিকী আলী ও তার লোকজন একরাতের মধ্যেই এ ফসলী জমির ওপর রাস্তা নির্মাণ করে। অপরদিকে ছিদ্দিক আলীকে না পাওয়া গেলেও তার বাড়ির বৃদ্ধা তফুরের নেছা জানান, তারা পথের জন্য বলেছিলেন।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।