ফরিদগঞ্জ সংবাদদাতা:
চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে ব্যাবসা প্রতিষ্ঠান দখল করে শ্রমিকলীগের সাইনবোর্ড ঝুলিয়েছে যুবলীগ ও শ্রমিকলীগ নামধারী সন্ত্রাসীরা। এতে ওই ব্যাবসা প্রতিষ্ঠানের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকরা। শুক্রবার ভোররাতে পৌর এলাকার কালির বাজার সড়কে এই ঘটনা ঘটে। এব্যাপারে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
থানায় অভিযোগে জানা যায়, শুক্রবার ভোররাতে পৌর এলাকার ফরিদগঞ্জ-কালির বাজার সড়কের পাশে নুরুজ্জামান পাটওয়ারীর মালিকানাধীন দুইটি ব্যাবসা প্রতিষ্ঠান পৌর যুবলীগ ও শ্রমিকলীগের ৩০/৩৫ জনের সন্ত্রাসী বাহিনী দখলে নিয়ে জাতীয় শ্রমিক লীগের সাইনবোর্ড ঝুলিয়েছে। এতে নুরুজ্জামান পাটওয়ারী বাঁধা দিলে তাকে বেদম মারধর করে। এসময় তারা ওইসব ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল তছনছ করে তা বাইরে য়েলে দেয়। এব্যাপারে নুরুজ্জামান পাটওয়ারী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। #
শিরোনাম:
বুধবার , ৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২২ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।