রফিকুল ইসলাম বাবু। চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নৌকার প্রার্থী ফিরে পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে চুড়ান্ত মনোনয়ন না পাওয়া বর্তমান সাংসদ ড.শামছুল হক ভূঁইয়ার সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। দুপুরে পৌর সদরে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয় । পরে নেতাকর্মীরা চাঁদপুর-লক্ষèীপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুরি ও টায়ার জালিয়ে এবং শুয়ে পড়ে অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। উল্লেখ্য ওই আসনে প্রথমে বর্তমান সাংসদ শামছুল হক ভূঁইয়াকে প্রথমে দলের মনোনয়ন দেয়া হয় পরে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয় সাংবাদিক শফিকুর রহমানকে । এদিকে আজকের মধ্যে শামছুল হক ভূঁইয়ার মনোনয়ন ফিরেয়ে না দিলে আরো কঠোর কর্মসুচির হুঁশিয়ারী দেয় নেতা কর্মীরা
চাঁদপুর নিউজ সংবাদ