ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদের প্রতিষ্ঠিত এতিমখানার শিক্ষককে পেটানোর অভিযোগে গতকাল বৃহস্পতিবার আদালতে মামলা হয়েছে। হামলার শিকার এতিমখানার শিক্ষক হাফেজ রফিক বাদী হয়ে পূবালী ব্যাংকের হিসাব রক্ষক মান্দারখিল গ্রামের সফিক পাটওয়ারীর বিরুদ্ধে এ পিটিশন মামলা দায়ের করেছেন।
এর আগে ওই অভিযোগের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে ফরিদগঞ্জ থানার ওসির প্রতি পুলিশ সুপার মোঃ আমির জাফরের লিখিত নির্দেশ থাকলেও এ বিষয়ে থানা মামলা না নেয়ায় হতাশ হয়েছে ভুক্তভোগী ও এলাকার লোকজন।
আদালতে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার কারণে এতিমখানার শিক্ষক হাফেজ রফিককে মান্দারখিল গ্রামের সফিক পাটওয়ারী গত ৬ জুন সন্ধ্যায় লায়ন হারুনের বাড়ির রাস্তায় একা পেয়ে কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার পর হাফেজ রফিকের পকেটে থাকা ২৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় অভিযোগ না নেয়ায় আদালতে মামলা করতে বাধ্য হয়েছেন ভুক্তভোগী হাফেজ রফিক।
এদিকে ঘটনার ৬ দিন পর গত ১১ জুন সফিক পাটওয়ারীর স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে তাকে শ্লীলতাহানী ও গলাটিপে হত্যার অভিযোগে হাফেজ রফিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আর হাফেজ রফিককে রক্তাক্ত জখমের ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার তানভির চৌধুরীর সার্টিফিকেটের পরও সফিক পাটওয়ারীর বিরুদ্ধে দেয়া বাদীর অভিযোগ নেয়নি পুলিশ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল হক এ প্রতিনিধিকে জানান, এতিমখানার শিক্ষককে সফিক পাটওয়ারী কর্তৃক হামলার অভিযোগে পুলিশ সুপার আইনগত ব্যবস্থা নিতে বলেছেন, মামলা নিতে বলেননি। সে মোতাবেক এখন ওই অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।