আনিছুর রহমান সুজন:
আজ বৃহষ্পতিবার ৪৪তম শীতকালিন স্কুল ও মাদ্রাসা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবদীন উপস্থিত ছিলেন। ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী সভায় ফরিদগঞ্জ প্রেসকাবের সম্পাদক নুরুন্নবী নোমানের পরিচলনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্দাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ প্রেসকাবের সভাপতি মামুনুর রািশদ পাঠান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চ.দা.)জাকির হোসেন এবং ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল বক্তব্য রাখেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।