ফরিদগঞ্জ (চাঁদপুর): শুক্রবার (১৬ এপ্রিল) ইফতারের পরে তারাবির নামাজের আগে ৭নং পাইকপাড়া ইউনিয়নের জয়শ্রি গ্রামে একই পরিবারে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে মারামারিতে অন্তত ৯ জন কম বেশী আহত হয়। এত নুরুন্নবী পাটওযারী (৪০) মারাত্মক জখম হয়।
ঘটনাটি উল্লেখিত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু পাটওয়ারীর বাড়ীতে (পাটওয়ারী বাড়ী) ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ হোসেন ও অন্যাণ্য অফিসারগন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জায়গা জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নুরুন্নবী পাটওয়ারীকে হত্যার উদ্দেশ্যে তার ভাই, বোন, ও তাদের সন্তানরা জোর করে একটি ঘরে বেধে রেখে দেশীয় অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। বাধা দিতে গেলে তার মা আয়েশা (৮৫)কে আহত করে।
এ ব্যাপারে নুরুন্নবী ও তার মা আয়েমা বেগম জানায়, আমার ভাই, বোন ও তাদের সন্তানরাসহ ভাড়াটিয়া কিছু লোক আমাকে ডেকে নিয়ে জোর করে বেধে মারতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে কেউ আমার গোপনাঙ্গ চেপে ধরে মেরে ফেলার উদ্দেশ্যে। ঐ সময় মা এবং অন্যান্য লোকজন আমাকে উদ্ধার করতে গেলে তারা মা কেও মারাত্মক জখম করে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদ হোসেন বলেন, এটি তাদের পারিবারিক ঘটনা। পৈত্রিক সম্পত্তি নিয়ে এ ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লোকই আহত হয়েছে। আমারা গিয়ে নুরুন্নবী তার মাকে উদ্ধার করি। এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/