প্রতিনিধি অবশেষে চাঁদপুর-রায়পুর সড়কে সরকারি শতাধিক গাছ লুটের মামলায় নাছির উদ্দিন হাজী ওরুফে কাট নাছিরকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১৪ সেপ্টম্বর সকালে পৌর শহরের কালির বাজার চৌরাস্তা মোড় থেকে তাঁকে আটক করা হয়। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত ও (ভারপাপ্ত) কর্মকতা রাজীব কুমার দাস এ প্রতিনিধিকে বলেন, চাঁদপুর-রায়পুর সড়কে সরকারি গাছ কাটার অভিযোগে বনবিভাগের করা মামলায় নাছির উদ্দিনকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন হাজী ফরিদগঞ্জ-রায়পুর সড়কে টেন্ডার বর্হিভূতভাবে শতাধিক রেইন ট্রি (গাছ) কেটে নিয়ে যায়। এ ঘটনায় গত ৪ আগস্ট ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. কামরুল হাছান বাদী হয়ে নাছির উদ্দিন হাজী ও তার সহযোগী মিজানুর রহমানের বিরুদ্ধে টেন্ডার বহির্ভুতভাবে গাছ কর্তনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ মিজানুর রহমানকে আটক করে।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।