শিমুল হাছান ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জে সাজা, অর্থদন্ডপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত পালাতক ২ আসামীকে আটক করেছে থানা পুলিশ।
৪ঠা ফেব্রুয়ারী (মঙ্গলবার) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নির্দেশে, এ.এস.আই ইলিয়াছ উদ্দিন, এ.এস.আই গোলাম রসুল সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ৬১/১৪ মামলার দুই বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকার অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মো.হেলাল চৌধুরী ও সিআর ১৫৭৫/১৯ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মো. রান্টু মিয়াকে আটক করে।
আটককৃত মো. রান্টু মিয়া উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার মৃত রহিম বক্স বেপারীর ছেলে এবং মো. হেলাল চৌধুরী উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের আলোনিয়া এলাকার মো. বাচ্চু মিয়া চৌধুরীর ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে সাজা, অর্থদন্ডপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত ২ আসামীকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।