শিমুল হাছান:
ফরিদগঞ্জে ৬ মাসের ও ৩ মাসের সাজা ও অর্থদন্ড প্রাপ্ত দুই আসামীকে আটক করেছে থানা পুলিশ।
৭ জানুয়রি ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব এর নির্দেশে জিআর ১৮৬/১০ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে এস আই আনিছুর রমান সংঙ্গীয় ফোর্সসহ উত্তর চরবড়ালি গ্রামের কলমতর গাজীর চেলে বাবুল গাজী(৪০)কে আটক করেছে। জিআর ২৫৯/১২ এর ৩ মাসের সাজা ও ৩ হাজার টাকার অর্থদন্ডপ্রাপ্ত আসামীকে এস আই অনুমং মার্মা সঙ্গীয় ফোর্সসহ টুবগী গ্রামের বাসুগাজীর চেলে মো.নাসির গাজী (৩৫) কে আটক করেছে ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, সাজা ও অর্থদন্ডপ্রাপ্ত দুই আসামীকে আটক করে জেল হাজতে পেরন করা হয়েছে।