কবির হোসেন মিজি
ফরিদগঞ্জে সাবেক এমপি আলমগীর হায়দার খানের ছোট ভাই ও মৃত সিরাজুল হক খানের পুত্র আলম খান কামাল (৪০)-এর উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। কিন্তু কি কারণে তার উপর এ হামলা তা জানা যায়নি। কামালকে একা পেয়ে ক’জন যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে নির্মমভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে তার দু পায়ের রগও কেটে দেয় এবং তার মাথা, কানসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলার মুলপাড়া গ্রামের একতাবাজারে। আহত কামাল ও তার পরিবারের লোকজন জানায়, তারা বিএনপি রাজনীতি করায় পূর্ব থেকেই একই এলাকার আওয়ামী লীগ নেতা ও ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদ উল্লাহ তপাদারের লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে আছেন। সাবেক এমপি আলমগীর হায়দার খানের নির্বাচনের সময় জনগণের কাছে তার পক্ষে ভোট চাওয়াতে সে জিদও তারা মনে পুষে রাখেন। এ ছাড়াও বেশ ক’ মাস পূর্বে মুক্তিযোদ্ধা কমান্ডার ও তার লোকজন আলম খান কামালের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। চাঁদা চাওয়ার বিষয়টি কামালের পরিবারের লোকজন স্থানীয় এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে অবগত করে। আর এসবের কারণেই শহীদ উল্লা তপাদারের লোকজন কামালকে মারার জন্য বিভিন্ন সময় ওঁৎ পেতে থাকে। তারই সূত্র ধরে গতকাল সকালে কামাল খান যখন একতাবাজারে চুল কাটানোর জন্য যান তখন শহীদ উল্লাহ তপাদারের পুত্র মনির তপাদার, শরীফ তপাদার, ফারুক তপাদার এবং তাদের সহযোগী মাসুদসহ অজ্ঞাত আরো ৫/৬ জন মিলে কামালের উপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে স্টিলের এঙ্গেল, রড এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। আঘাতের কারণে সে জ্ঞান হারিয়ে ফেলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ও তার আত্মীয় স্বজনরা খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও তারা জানায়। খবর নিয়ে জানা যায় উল্লেখিত ওইসব নামধারী সন্ত্রাসীরা দলের প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।