ফরিদগঞ্জ (চাঁদপুর): মধ্যপ্রাচ্যের দেশ কাতারের বাংলাদেশী সফল ব্যবসায়ী ও কাতারস্থ আওয়ামী ফোরামের উপদেষ্টা সিআইপি জালাল আহমেদের পক্ষে ফরিদগঞ্জ উপজেলার দরিদ্র জনসাধারনের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ৭মে থেকে ১১মে পর্যন্ত উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চলে ।
সর্বশেষ মঙ্গলবার পৌর সভার প্রতিটি ওয়ার্ড পর্যায় গিয়ে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন সিআইপি জালাল আহমেদের বোন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম ও ভাই পৌর ছাত্রলীগের সাবেক নেতা শাহাবুদ্দিন শাবু।
উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম জানান, করোনা কালে গত বছর উপজেলার প্রতিটি ইউনিয়নে চাল ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ১০ সহস্রাধিক মানুষকে দেয়া হয়। এবছরও ঈদ-উল ফিতর উপলক্ষে শাড়ি,লুঙ্গি,চালসহ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
পৌর ছাত্রলীগের সাবেক নেতা শাহাবুদ্দিন শাবু বলেন,প্রতি বছরের ন্যায় এই বছরও আমার বড় ভাই সিআইপি জালাল আহমেদের উদ্যোগে উপজেলার ওয়ার্ড পর্যায় দুস্থ ও অসহায়দের মাঝে ১০ হাজার শাড়ি,৭ হাজার লুঙ্গি ও ৪০ টন চাল বিতরণ করেছি। এছাড়া স্বাধীনতার সুর্বণ জয়ন্তী উপলক্ষে প্রতিটি ইউনিয়নের ১০জন গৃহহীনকে ঘর তৈরি করে দিয়েছেন তিনি এবং পর্যায় ক্রমে আরো দেওয়া হবে।
ফম/এমএমএ/