ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নে সুমাইয়া আক্তার আনিকা (১৬) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) বিকাল ৩টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রূপসা দক্ষিণ ইউনিয়নের পুর্ব সাহেবগঞ্জ গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এর আগে দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বসত ঘরে ওই স্কুল ছাত্রী গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা।
আনিকা উপজেলার গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন। সে ভুঁইয়া বাড়ীর সৌদি প্রবাসী বোরহান উদ্দিন ভূঁইয়ার মেয়ে। ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে দ্বিতীয়।
বাড়ীর লোকজন জানায়, সুমাইয়া আক্তার আনিকার মা রাবেয়া বেগম সকালে জরুরি কাজে গৃদকালিন্দিয়া বাজারে যান। ফিরে এসে বিল্ডিং এর ভিতরে আনিকার মৃতদেহ সিলিং ফ্যানের সাথে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। এখন পর্যন্ত কোন কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।