নিজস্ব সংবাদদাতা
১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের ৩য় দিন গতকাল সোমবার সকালে ফরিদগঞ্জ-রায়পুর সড়কটি অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পথসভা করে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্চাসেবক দলের নেতা-কর্মীরা।
ফরিদগঞ্জ সরকারি হাসপাতাল এলাকা থেকে বিক্ষভ মিছিলটি শুরু হয়ে বাসস্ট্যান্ড হয়ে টিএন্ডটি এলাকায় পথসভা করে। পরে তারা সদর হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বসে পড়ে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। মিছিলে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন কোম্পানী, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, মোজাহিদ পাটওয়ারী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহম্মদ, মনির হোসেন, সদস্য ওসমান পাটওয়ারী, স্বপন, জহির, আলমগীর, উপজেলা ছাত্রদল নেতা মনির হোসেন, পৌর ছাত্রদল নেতা মনির হোসেন গাজী, জাফর, শাওন পাঠান, আরিফ তফদার, মেহেদী পাঠান, রাকিব, মাসুদ, এমরান হোসেন, সোহাগ, স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন পাঠান, আলী আজগর লিটন, সেলিম, ভাগিনা রুবেল, কবির, ছাত্রদল নেতা রুবেল, আরিফ, মামুন, শাওন, সোহাগ, মনির, শাখাওয়াত, ফখরুল, জাফরসহ প্রমুখ। এছাড়া উপজেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ফরিদগঞ্জ-রায়পুর সড়কের পূর্ব বড়ালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে সড়কে পিকেটিং করে।