ফরিদগঞ্জ সংবাদদাতা : ফরিদগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ,আওয়ামী লীগ ও বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাংচুরের মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল । হরতাল চলাকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পিকেটারদের হামলায় আহত হয়েছে পৌর সভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল ( ২৬) ।
এছাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তবে এতে কেউ আটক কিংবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। হরতালে সড়ক অবরোধ থাকায় বিকেল ৫টা পর্যন্ত ফরিদগঞ্জে সংবাদপত্রের গাড়ি প্রবেশ করতে পারেনি।
হরতাল চলাকালে সকাল থেকেই চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাগাদী, বড়ালী,গৃদকালিন্দিয়া ও বর্ডারবাজার এলাকায় টায়ার জ্বালীয়ে এবং গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে হরতাল সমর্থকরা । এরই মধ্যে পুলিশ বেশ কয়েকবার বেরিকেড তুলে দিলেও পুনরায় সেখানে পিকেটাররা অবরোধ সৃষ্টি করে । এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় । এদিকে সকাল ১০ টার দিকে উপজেলার মনতলা বাজারে ৩ নং সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করে বিএনপির নেতাকর্মীরা। পরে সংবাদ পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা একই এলাকায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ও ভেঙ্গে গুড়িয়ে দেয় ।
এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এসময় হরতাল সমর্থকরা মনতলা এলাকায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখলে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ওদিকে হরতালকে কেন্দ্র করে উপজেলার রুপসা বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মাঝে হালকা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে । পরে উভয় পক্ষ বাজারের দুই অংশে অবস্থান নেয়। এছাড়া উপজেলার লতিফগঞ্জ ,কড়ৈতলী ও ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে অনেকটা শান্তিপূর্ণ ভাবেই হরতাল পালিত হয়েছে । এছাড়া হরতালের পক্ষে বিপক্ষে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল সমাবেশ করেছে । হরতালে ফরিদগঞ্জ উপজেলা সদরে অফিস আদালত ,ব্যাংক বীমা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল অন্য দিনের ন্যায় । তবে এখান থেকে কোন দুর পাল্লার যান বাহন চলাচল করেনি ।