কবির হোসেন মিজি
ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা এবং তার শিশু মেয়েসহ তিনজন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন ফরিদগঞ্জ উপজেলার মিরপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী সুলতানা আক্তার নীরু (২৫) তার আড়াই বছরের শিশু কন্যা মাইমুনা আক্তার প্রাপ্তি ও সাইকেল চালক অজ্ঞাতনামা এক মাদ্রাসা ছাত্র। ঘটনাটি ঘটেছে গতকাল ১০ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় ফরিদগঞ্জ চতুরা-ব্রিজের কাছে। আহত সুলতানা আক্তার জানায়, তারা বর্ডারবাজার নামক স্থান থেকে একটি সিএনজি স্কুটারে করে ফরিদগঞ্জের দিকে আসছিলো। গাড়িটি চতুরা ব্রিজের কাছে আসলে হঠাৎ একটি বাই সাইকেল গাড়িটির সামনে পড়ে। মাদ্রাসা ছাত্র ওই সাইকেল চালককে বাঁচাতে গিয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে করে সিএনজিতে থাকা সুলতানা আক্তার, তার মেয়ে প্রাপ্তি এবং সাইকেল চালক গুরুতর আহত হয়। পরে তার আত্মীয়-স্বজনরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।