ফরিদগঞ্জে মোটর সাইকেল ও একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৭জন আহত হয়েছে। বুধবার সকালে ফরিদগঞ্জ সেতুর উপর এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করে।
আহতরা হচ্ছেন : মোটর সাইকেল আরোহী জাহাঙ্গীর আলম (২২) ও শাওন (২০), সিএনজি স্কুটারের যাত্রী শিখা বেগম (১৯), মনোয়ারা বেগম (৫০), আব্দুল্লাহ (১৮), তাসলিমা বেগম (২০) ও মেহেরাজ (২)। এদের মধ্যে আবদুল্লাহর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফরিদগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটর সাইকেল ও সিএনজি স্কুটারটি জব্দ করে থানায় নিয়ে যায়।