ফরিদগঞ্জ প্রতিনিধি=
ফরিদগঞ্জ উপজেলার মাদারতলী গ্রামের সিরাজুল ইসলাম টুকু হত্যা মামলার প্রধান আসামী রুহুল আমিন টেলুকে থানা পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাদারতলী এলাকা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
উল্লেখ্য, ২০১২ সালের ১০ অক্টোবর রাতে সিরাজুল ইসলাম টুকুকে তার বাড়ির পাশেই টেলুসহ লোকজন পিটিয়ে হত্যা করে। পরে তার স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এদিকে নিহতের পরিবার অভিযোগ করেছে, ঘাতকরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছে। তারা বর্তমানে আতঙ্ক অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই থানায় এ ব্যাপারে জিডি করা হয়েছে।