ফরিদগঞ্জ প্রতিনিধি
মেজবান থেকে আসার পথে বিএনপি-জামাত জোটের কর্মীদের হামলায় ফরিদগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ৭জন নেতা-কর্মী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের আস্টা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৭ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী আহত হন। এর মধ্যে ইউনিয়ন যুবলীগ নেতা মীর হোসেন (২৮), রাজীব হোসেন (৩০), ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ, (২৪) মাহবুব, (২৫), ফারুক (২৬) এবং পারভেজ (২৪) চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলার শিকার আহতরা জানান, বৃহস্পতিবার বিকেলে তারা আস্টা গ্রামের একটি বাড়িতে মেজবানী দাওয়াত খেয়ে ফেরার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বিএনপি-জামায়তের শতাধিক নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।