খাদ্যে ভেজাল দ্রব্য ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ফরিদগঞ্জের হোটেল, মুদি ও ফলের দোকানসহ ১০টি দোকানে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, ক্রেতা ভোক্তা অধিকার আইনে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাইফুল ইসলাম ভূঞা ও জেলা মার্কেটিং অফিসার রেজাউল করিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে উপজেলা সদরের উজালা হোটেলকে ৫০ হাজার টাকা, কোরবানিয়া হোটেলে ১০ হাজার টাকা, শাহী হোটেলে ৫ হাজার টাকা, ওয়ান স্টার হোটেলে ২০ হাজার টাকা, ক্যাফে শাহ্ জালাল হোটেলে ৫ হাজার টাকা, মোস্তফা আড়তের ৫ হাজার, শাহাবুদ্দিন স্টোরে ২ হাজার টাকা, মফুর মাংসের দোকানে ২ হাজার টাকা এবং মাসুদ ও লোকমানের ফলের দোকানে ৫শ’ টাকা জরিমানা করেন।