ফরিদগঞ্জ থানা পুলিশ মোঃ বাচ্চু মিয়া মিজি (৫৫) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চালিয়াপাড়া গ্রাম থেকে গ্রেফতারের পর শুক্রবার সকালে তাকে চাঁদপুর জেলহাজতে পাঠায় পুলিশ। বাচ্চু চালিয়াপাড়া গ্রামের মৃত আবু ইউছুফ মিজির ছেলে। একটি স্ট্যাম্প জালিয়াতির মামলায়(সিআর-৩১/১৩) চলতি বছরের ১০ জুলাই চাঁদপুরের বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে তিন বছরের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদ-ের রায় প্রদান করে। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
অপরদিকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ তুষার মিরাজ, মোঃ সোহাগ হোসেন, রুহুল আমিন ও মোঃ রাসেল বেপারী নামে আরো ৪ জনকে গ্রেফতার পূর্বক শুক্রবার সকালে চাঁদপুর আদালতে পাঠায় পুলিশ। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম, তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।